April 23, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ধর্ম রোজনামচা

‘কোরান’ রাখতে ২ মাইল এলাকা জুড়ে সুড়ঙ্গ !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

পুরনো কোরান সংরক্ষণের জন্য পাকিস্তানের কোয়েটা শহরের কাছে এক পর্বতমালায় সুড়ঙ্গ তৈরি করা হয়েছে।সুড়ঙ্গ পথে হাজার-হাজার ছিঁড়ে যাওয়া কোরান এনে রাখা হয়েছে। মুসলিমরা বিশ্বাস করে,কোরান পুরনো হয়ে গেলে কিংবা সেটির পৃষ্ঠা ছিঁড়ে গেলেও যেখানে-সেখানে ফেলে দেয়া উচিত নয়। সেজন্য পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে এ পাহাড়ের নিচে পুরনো কোরান জমা রাখা হয়।

এখানে একটি সুড়ঙ্গ রয়েছে যেটি প্রায় দুই মাইল দীর্ঘ। সুড়ঙ্গে কাজ করেন আব্দুর রশিদ লেহরি। তিনি বলেন, আমার বড় ভাই কোরান ভালোবাসে। যেসব কোরান ফেলে দেয়া হতো তিনি সেগুলো সংগ্রহ করতেন। এবং তার বাড়িতে যত্ন করে রেখে দিতেন। এর পর আমরা এ জায়গাটি প্রতিষ্ঠা করেছি।

প্রতিদিন এখানে বহু পুরনো কোরান আনা হয়। এরপর চলে বাছাই করার কাজ। যেসব কোরানের পৃষ্ঠা খুব বেশি ছিঁড়ে যায়নি, সেগুলোকে নতুন করে বাঁধাই করার জন্য আলাদা করে রাখা হয়।এরপর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং দরিদ্র মানুষের মাঝে এসব কোরান বিতরণ করা হয়। যেসব কোরান বাধাই করার অবস্থায় নেই সেগুলো সুড়ঙ্গের ভেতরে রাখা হয়। কোরান রাখার জন্য এই পর্বতের নিচে প্রতিনিয়ত সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে।

 

Related Posts

Leave a Reply