April 19, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

বাচ্চার ভুলের সাজা বাবাকে

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্ক:

হায়দরাবাদ পুলিশ নাবালকদের বাঁচাতে এক অভিনব পন্থা অবলম্বন করলো।যদি কোনো অভিভাবক তাদের নাবালক সন্তানের হাতে বাইক বা স্কুটার তুলে দেন এবং সে সেটি নিয়ে রাস্তায় বেরোয় তাহলে এর ফল ভুগতে হবে বাবাকেই । ইতিমধ্যেই হায়দরাবাদ পুলিশের হাতে তিন নাবালকের বাবা দু দিন করে সাজা ভুগে ফেলেছেন ।

এই নিয়মের পিছনে হায়দরাবাদ পুলিশের যুক্তি, বহু বার সতর্ক করা সত্ত্বেও অভিবাকেরা বাচ্চাদের হাতে বাইক তুলে দেন। যার ফলে পথে দুর্ঘটনা বেড়েই চলেছে। বাবাদের শাস্তি পেতে দেখলে বাচ্চারাও সঠিক পথে যাবে।

যদিও প্রথমবারই এই সাজা দেয়া হবে না কোনো নাবালক বাইক নিয়ে রাস্তায় ধরা পড়লে তাকে প্রথমে বোঝানো হবে। কিন্তু সেই ভুল যদি সে পরপর চারবার করে তাহলেই এই সাজা বা নাবালককে  কোনো জুভেনাইল হোম পাঠিয়ে দেওয়া হবে। 
জানা গেছে যত পথ দুর্ঘটনা ঘটে তার মধ্যে ৪ শতাংশ নাবালকের গাড়ি চালানোর কারণে হয়। 

Related Posts

Leave a Reply