April 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

কলকাতা ছেড়ে দেওয়ার পর এবার রাজধানীর অধিনায়ক হলেন গৌতম গম্ভীর

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের জন্য বুধবার অধিনায়কের নাম ঘোষণা করলো দিল্লি ডেয়ারডেভিলস। এপ্রিলে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দিল্লির নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরই তালিকায় এগিয়ে ছিলেন প্রথম থেকে। দিল্লির নব নিযুক্ত কোচ রিকি পন্টিং গত মাসে এই তথ্য নিশ্চিত করেছেন।

গম্ভীরের অভিজ্ঞতা ও অধিনায়ক হিসেবে সফলতাই এই পদের জন্য তাকে এগিয়ে রেখেছে বলে পন্টিং উল্লেখ করেছেন। এ সম্পর্কে পন্টিং বলেন, পুনরায় নিজের ঘরের ক্লাবে ফিরে এসে আশা করছি সে দারুণভাবে দিল্লিকে নেতৃত্ব দিতে পারবে। তার নেতৃত্বের দারুণ অভিজ্ঞতা রয়েছে। কেকেআর-এর অধিনায়ক হিসেবে আমরা তার কোনো ধরনের দোষ ক্রুটি ধরতে পারিনি। গত মৌসুমে তার অধীনে কেকেআর দুর্দান্ত খেলেছে। সে কারণেই আমরা মনে করেছি দলের তরুণদের সাথে কাজ করার আগে তার ওপর নেতৃত্ব দেয়াটা জরুরি। আমরা একজন অভিজ্ঞ অধিনায়কের ওপরই দলের দায়িত্ব দিচ্ছি। আমি নিশ্চিত সে তার দায়িত্ব দারুণভাবে পালন করতে পারবে।

২০১২ ও ২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বেই কলকাতা আইপিএলের শিরোপা জিতেছিল। চলতি বছর নিলামে তাকে ছেড়ে দিয়েছে কেকেআর। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কেকেআর-এর হয়ে তিনি ১২২ ম্যাচে সর্বোচ্চ ৩৩৪৫ রান সংগ্রহ করেছেন।

 

Related Posts

Leave a Reply