April 26, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েব সাইট হ্যাকড !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

হ্যাক করা হয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট। শুক্রবার বিকেল থেকে আচমকাই এই বিষয়টি লক্ষ্য করেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আর তার পরেই শোরগোল পড়ে যায় প্রতিরক্ষা মন্ত্রকে। হ্যাক হওয়া ওয়েবসাইট খুললেই ‘এরর’ দেখাচ্ছে। পাশাপাশি কয়েকটি চীনা অক্ষরও ভেসে আসছে।

প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামণ ট্যুইট করে জানান, তাঁর মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করার পরই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঠেকাতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পাশাপাশি খুব দ্রুত ওয়েবসাইটটি ফেল চালু করা যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান ‘আমরা বিষয়টি চিহ্নিত করতে পেরেছি। ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণকারী সংস্থা দ্য ন্যশনাল ইনফর্মেটিক্স সেন্টার বিষয়টি সমাধানের দ্রুত চেষ্টা করছে’।

এদিকে ওয়েবসাইটে চীনা শব্দ ভেসে আসার ব্যাপারে নাম না জানানোর শর্তে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্তা জানিয়েছেন, ওয়েবসাইটে কিছু চীনা শব্দ দেখা যাচ্ছে। এর পিছনে কমিউনিষ্ট রাষ্ট্রের হাত থাকতে পারে। যদিও এই ঘটনার পিছনে হার্ডওয়ার সমস্যাই দায়ী বলে জানিয়েছেন ভারতের সাইবার সিকিউরিটি কর্মকর্তারা। ন্যাশনাল সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেটর গুলশান রাই জানিয়েছেন ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হ্যাকিং’এর কোন ঘটনা ঘটেনি। হার্ডওয়ার সমস্যার কারণে ওয়েবসাইটটি বসে গিয়েছে। খুব দ্রুত এটি তার কাজ শুরু করবে’।

 

Related Posts

Leave a Reply