April 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে উত্তাল বাহারিন 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের দেশ বাহারিন থেকে আমেরিকার নৌ-সেনা প্রত্যাহার ও নৌঘাঁটি বন্ধের দাবিতে হাজার হাজার ১হয়েছেন। ‘মার্কিন তারাও’ স্লোগান ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে উত্তাল সেদেশের সাধারণ মানুষ।

রাজধানী মানামসহ দেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন এবং তাদের হাতে ছিল নানা রকেমর প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন। তাতে লেখা রয়েছে “আমেরিকা, আমাদের দেশ ছাড়।” এছাড়া, বাহারিনের রাজতান্ত্রিক ও স্বৈরশাসক হামাদ বিন ঈসা আল খলিফার প্রতি ধারাবাহিক ভাবে সমর্থন দেওয়ার জন্য বিক্ষোভকারীরা আমেরিকার বিরুদ্ধে নানান স্লোগান দেন। বিক্ষোভকারীরা গাজায় প্যালিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর হত্যাকাণ্ডেরও নিন্দা জানান।

১৯৯৫ সাল থেকে বাহারিনে মোতায়েন রয়েছে মার্কিন নৌবহর। এছাড়াও এখানেই রয়েছে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড। বাহারিনের বেশিরভাগ জনগণ শিয়া মুসলমান কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে সৌদি আরবের অনুগত একটি রাজতান্ত্রিক সুন্নি পরিবার দেশটিকে শাসন করে আসছে। একই সঙ্গে আলে খলিফার এই সরকার আমেরিকার তাবেদার হিসেবে সুপরিচিত।

 

Related Posts

Leave a Reply