April 18, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

শেষপর্যন্ত মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া হলো পেনকা (গাভী) -কে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পেনকা নামের একটি গর্ভবতী গাভী ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পেরিয়ে সার্বিয়াতে প্রবেশ করায় গাভিটিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া হলো পেনকাকে।

জানা যায়, ইইউ’র সীমান্ত পেরিয়ে গাভীটি সার্বিয়ায় ঢুকে পড়ায় আইন অনুযায়ী পেনকা নামের গাভীটির মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি করেছিলেন বুলগেরিয়ার প্রশাসন। এদিকে পশুটির মৃত্যুদণ্ডের কথা বলায় প্রতিবাদ শুরু করে পশু অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো। পাঁচ বছর বয়সী গাভীটি রক্ষার জন্য গণসমর্থনের আয়োজন করে একটি অনলাইন পিটিশনও দায়ের করা হয়। পরে গাভীর মালিক ইভান হারালামপিয়েভের সঙ্গে যোগাযোগ করে সার্বিয়া থেকে ফেরত পাঠানো হয় পেনকাকে।

পেনকার বিরুদ্ধে অভিযোগ ছিল বুলগেরিয়ার কোপিলোভৎস গ্রামের কাছে সে দলছুট হয়ে ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত দেশ সার্বিয়ায় চলে যায়। ইউরোপীয় কমিশনের গাইডলাইনে বলা হয়, ইউরোপীয় কমিশনভুক্ত দেশে গরু বা জন্তু-জানোয়ার নিয়ে ঢোকার সময় ইইউ অনুমোদিত সীমান্ত পর্যবেক্ষণ ফাঁড়িতে কাগজপত্র দেখাতে হবে। গরুর সুস্থতার প্রমাণও দেখাতে হয়।

 

Related Posts

Leave a Reply