April 24, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ধর্ম রোজনামচা

সমুদ্রের ডেড জোন কী?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস

নাম শুনেই বোঝা যায়, সমুদ্রের যেখানে কোনো প্রাণী থাকে না বা থাকতে পারে না, সেটাই ডেড জোন। সেখানকার পরিবেশ এমন যে খুব কমসংখ্যক প্রাণী ও সামুদ্রিক জীব সেখানে বাস করতে পারে। কারণ একটাই—অক্সিজেনের ঘাটতি। এ পরিস্থিতির নাম হাইপোক্সিয়া। লেকের পানিতেও এই হাইপোক্সিয়া ঘটতে পারে। আবার বড় দিঘি বা নদীতে যদি এ অবস্থা ঘটে, তবে সেখানেও মাছ বাস করতে পারে না। এমন অবস্থা তৈরির বড় কারণটা হলো, ইউট্রোফিকেশন নামের একটি প্রক্রিয়া। প্রচুর পরিমাণে খনিজ-জৈব উপাদান পানিতে ভাসতে ভাসতে একটা জায়গায় জড়ো হয়। সেখানে গড়ে ওঠে সবুজ অ্যালগি তথা খুদে শেওলার একটা অতিকায় স্তর। যে স্তর ভেদ করে নিচের পানিতে অক্সিজেন যেতে পারে না। আর জৈবিক উপাদান হওয়ায় এ ধরনের সবুজ শেওলার স্তর বেশি দেখা যায় উপকূলের দিকে। এ কারণে সেখানে মাছও থাকে কম। বিশ্বে বড় আকারের সামুদ্রিক ডেড জোন আছে ১৪৬টি। এর মধ্যে সবচেয়ে বড় দুটি আছে বালটিক সাগর ও মেক্সিকো উপসাগরে।

Related Posts

Leave a Reply