April 26, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও ইরান থেকে তেল কিনছে জাপান !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান থেকে জ্বালানি তেল কেনার চেষ্টা চালাচ্ছে জাপান। গত শুক্রবার জাপানের পেট্রোলিয়াম এসোসিয়েশনের সভাপতি তাকাশি টিসুকিওকা বলেছেন, ইরান থেকে তেল কিনতে হলে জাপানের ব্যবসায়ীদের আগামী ৪ নভেম্বরের মধ্যে তা  ফেলতে হবে।

কারণ তারপর আমেরিকা ইরানের তেল বিক্রি পুরোপুরি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেবে। রাজধানী টোকিওতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, যদি আমেরিকা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে আমাদের অবশ্যই কিছু পদক্ষেপ নিতে হবে। আমেরিকা ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায়।

তাকাশি বলেন, সম্ভবত আগস্ট মাসেই ইরান থেকে শেষবারের মতো তেল আমদানি করা সম্ভব হবে। ইরান থেকে যেসব তেল সেপ্টেম্বর মাসে জাহাজে তোলা হবে সেগুলো নিষেজ্ঞার আওতায় পড়ে যাবে। জাপানের সবচেয়ে বড় তেল শোধন কোম্পানি জেএক্সটিজি জানাচ্ছে, ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে মার্কিন পরিকল্পা সম্পর্কে তারা সজাগ রয়েছে।

 

Related Posts

Leave a Reply