April 17, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

৩০ বছর পড়ে ছিল দরজার পাশে, সেই ‘পাথর’ ই বিক্রি হল ৭৫ কোটিতে

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

খুব সামান্য জিনিস ভেবে অযত্নে ফেলে রাখা হয়েছিল। অথচ পরে সেগুলো বহুমূল্যে নিলাম হয়েছে। পিকাসোর নকশা করা প্লেট পাওয়া গেছে কারো গ্যাস ওভেনের পাশে, কখনোবা বিশ্বের অন্যতম বৃহৎ আকৃতির মুক্তো মিলেছে মৎস্যজীবীর ঘরের কোণে।

১৯৭০ সালে একটি সিরামিক প্লেট কিনেছিলেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের এক বাসিন্দা। সাড়ে ছয় হাজার টাকায় ওই প্লেট কিনেছিলেন তিনি। গ্যাস ওভেনের পাশেই রাখা ছিল সেটি। পিকাসোর নকশা করা সেই প্লেটের দাম ধার্য করা হয় প্রায় ৭৫ কোটি টাকা।

দরজার পাশে রাখা ছিল একটা পাথর, প্রায় ৩০ বছর। এটিকে শখেই কিনেছিলেন এক ব্যক্তি। দাম ছিল হাজার দুয়েক টাকা। পরবর্তীতে এটির দাম নির্ধারণ হলো প্রায় ৭৫ কোটি টাকা। আসলে সেটি ছিল মহাকাশ থেকে খসে পড়া ধূমকেতু বা উল্কার টুকরো মেটিওরাইট।

Related Posts

Leave a Reply