April 20, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

প্রতিদিন সুজি খেলে কি হতে পারে জানলে চোখ কপালে উঠবে !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :  

হালুয়াসহ বিভিন্ন মজার মজার আইটেম বানিয়ে খাওয়া হয় সুজি দিয়ে। জানেন কি মজাদার সুজি পুষ্টিগুণের দিক থেকেও অনন্য? 

জেনে নিন প্রতিদিন সুজি কেন খাবেন-

  • দ্রুত দুর্বলতা কাটাতে পারে সুজি। হঠাৎ ক্লান্ত লাগলে সুজি খান, ফিরে পাবেন এনার্জি।
  • প্রচুর পরিমাণে আঁশ রয়েছে সুজিতে। এটি ডায়েট চার্টে তাই রাখতে পারেন নিশ্চিন্তে।
  • ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন সুজি।
  • যারা ওজন কমাতে চান তারা সুজি খান প্রতিদিন।
  • সুজিতে জিঙ্কসহ এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • সুজিতে ২৫ ভাগ ফসফরাস ও ম্যাগনেসিয়াম রয়েছে যা মাংসপেশি ও হাড়ের জন্য উপকারী।

Related Posts

Leave a Reply