April 26, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular সফর

এখানে যৌতুক নয় জলের জন্য হয় বিয়ে!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

যৌতুক নিয়ে বিয়ের ঘটনা সবারই জানা।  কিন্তু জলের জন্য বিয়ে! অবিশ্বাস্যযোগ্য মনে হলেও ঘটনা সত্যি।  ঘটনাটি ঘটছে পশ্চিম ভারতের দেঙ্গামাল গ্রামে। গ্রামের বেশির ভাগ পুরুষই একাধিক বিয়ে করে থাকেন।  তবে এ বিয়ের পেছনে রয়েছে জল ।  স্রেফ জল টানানোর জন্যই একাধিক বিয়ে করে থাকেন দেঙ্গামালের পুরুষরা!

মুম্বাই থেকে ১৪০ কিলোমিটার দূরের এই গ্রামটিতে জলের জন্য মানুষ হাহাকার করে ।  প্রত্যন্ত ওই গ্রামটিতে নেই কোনো জলের কল। কঠিন শিলাস্তরের পর্বতবেষ্টিত গ্রামটিতে দুইটি কূপ রয়েছে অনেক দূরে।  পায়ে হেঁটে অনেক দূর থেকেই জল আনতে হয়। প্রায় ১০০ পরিবারের সদস্যদের খাওয়া ও রান্নার জলের সরবরাহ ওই দুইটি কূপ থেকেই।  সেখানকার পুরুষরা ক্ষেত-খামারে ব্যস্ত থাকায় মহিলাদের জল টানার দায়িত্ব পালন করতে হয়।

Related Posts

Leave a Reply