April 20, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আমেরিকায় সৌদি দূতাবাসের পাশের রাস্তা খাশোগির নামে রাখার প্রস্তাব 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক মহলে বিস্তর সমালোচনার ঝড় বয়ে গেছে। তারই জের ধরে এবার খাশোগির সম্মানে আমেরিকায় সৌদি দূতাবাসের পাশের রাস্তার নাম পরিবর্তনের পক্ষে সায় দিয়েছ স্থানীয় প্রশাসন। জানা গেছে, সিটি কাউন্সিলের অনুমতি পেলে অ্যাডভাইজরি কমিশন জামাল খাশোগি সড়ক হিসেবে ওই রাস্তাটির নামকরণকরা হবে।

এই সংক্রান্ত পিটিশনে বলা হয়, এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনা সৌদি কর্তাদের স্মরণ করিয়ে দিতে আমরা সড়কটি নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছি। উল্লেখ্য, গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গিয়ে হত্যার শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী ব্যাপক চাপের মুখে পড়েন সৌদি যুবরাজ।

 

Related Posts

Leave a Reply