April 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

এইডস আক্রান্ত শিশু-কিশোর নিয়ে সবার ওপরে ভারত, অবাক করবে সংখ্যা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভারতে ২০১৭ সালে শূন্য থেকে আঠারো বছর বয়সী ১ লাখ ২০ হাজার শিশু ও বয়ঃসন্ধি পার করা কিশোর মরণব্যাধি এইডসে আক্রান্ত । বিশ্বব্যাপী শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ইউনিসেফের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে এই সংখ্যায় ভারতের অবস্থান সবার ওপরে।

ইউনিসেফের সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, যদি যথাযথ পদেক্ষেপ না নেয়া হয় তাহলে ২০৩০ সালের মধ্যে এইডস আক্রান্ত হয়ে বিশ্বে গড়ে প্রতিদিন ৮০ জন বয়ঃসন্ধি পার করা শিশু-কিশোরের মৃত্যু হবে।

তবে ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ায় শিশু, কিশোর, গর্ভবতী নারী ও মায়েদের মধ্যে এইচআইভি ঝুঁকি এবং দুর্বলতা হ্রাসের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ডিসেম্বরই বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে এ প্রতিবেদন প্রকাশ করে ইউনিসেফ।

Related Posts

Leave a Reply