April 20, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

আজব চ্যালেঞ্জে মেতেছে আমেরিকা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মেরিকার কিছু অঞ্চল প্রচন্ড ঠান্ডায় জমে যাচ্ছে। সাদা বরফের আস্তরণে ঢেকেছে চারপাশ। কখনও কখনও তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কের ৪০ থেকে ৬০ ডিগ্রি নীচে। গৃহবন্দি সেখানকার বাসিন্দারা। কিন্তু তার মধ্যেই নিজেদের মধ্যে ঠাট্টা বা মজা থামছে নাসেখানকার মানুষদের। মাঝেমধ্যেই ঠান্ডাকে কাজে লাগিয়ে তাঁদের এক-একটি কীর্তিকলাপ হাসির রোল তুলছে সোশ্যাল মিডিয়ায়। সেরকমই এক কীর্তি #ফ্রোজেন_প্যান্টস_চ্যালেঞ্জ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রবল শীতে জমে বরফ হয়ে যাচ্ছে জামা-প্যান্ট। এভাবে জমে শক্ত হয়ে যাওয়া প্যান্ট রাস্তার ধারে দাঁড় করিয়ে তার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাই হল #ফ্রোজেন_প্যান্টস_চ্যালেঞ্জ। তবে প্যান্ট দিয়ে শুরু হলেও এখন জামাকাপড় বা টি-শার্ট সবকিছুই এই চ্যালেঞ্জের অংশ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক মজাদার ছবি। বেদম ঠান্ডায় ফায়ার প্লেসের আগুনের বাইরে এ ভাবেই নিজেদের উষ্ণ রাখতে চাইছেন সেখানকার জনতা।

 

Related Posts

Leave a Reply