April 20, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

ঘরের ভেতর এই তিনটি জিনিস ভুলেও রাখবেন না

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
কোনও নেগেটিভ জিনিস আপনার সামনে বা কাছে থাকুক এটা নিশ্চয় চাইবেন না। অথচ, আমাদের ঘরে এরকম কিছু জিনিস কোনও কারণ ছাড়াই আমরা রেখে দিই। অথচ এই জিনিসগুলোই আপনাকে অতিথির কাছে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। তাই এখন থেকে ওই জিনিসগুলো ঘর থেকে সরিয়ে ফেলুন। জিনিসগুলো হলো-

১। ভাঙা কাঁচ: ভাঙা কাঁচ কোনও কাজে লাগে না। বরং, আস্ত জিনিসকে খারাপভাবে দেখায়। সেটা কিছুতেই আপনাকে পজিটিভ এনার্জি দেবে না। বরং তা আপনাকে মুহুর্তেই ডাক্তার বাড়ি পাঠাতে পারে। তাই আপনি এরকম কাঁচ এবার ঘরের বাইরে ফেলে দিন।
২। বন্ধ ঘড়ি: আচ্ছা, যে বন্ধ ঘড়িটা এখনও দেওয়ালে টাঙিয়ে রেখেছেন, সেটা এবার ফেলে দিন। কী লাভ বন্ধ ঘড়িকে চোখের সামনে ঝুলিয়ে রেখে? কোনও কাজেই আসবে না। উল্টো আপনার বাসায় কোন অতিথি এলে আপনাকে সঙ্গে সঙ্গেই পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে।
৩। ভাঙা বা ছেড়া জিনিস: ঘরে আমাদের অনেক কিছুই থাকে, যেগুলো ভেঙে গিয়েছে অথবা পুরনো হয়ে ছিঁড়ে গেছে। সেগুলো অনেকসময় আমরা রেখে দিই। ওগুলো আপনাকে সাধারণত কোনও পজিটিভ এনার্জি দেয় না। উল্টো আপনার অতিথি আপনার সম্পর্কে বাজে ধারণা নিয়ে যাবে।
এছাড়া আপনার ঘরের মধ্যে এমন আরো অনেক কিছুই রয়েছে যা আপনার কোন কাজে আসে না, অথচ সেগুলো আপনি দিনের পর দিন জমিয়ে রাখছেন। ওই সব জিনিসগুলো কি করবেন তা এখনই আরেকবার ভাবুন।

Related Posts

Leave a Reply