April 20, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

৪০ হাজার টাকার কনডম কিনতে মারকাটারি লাইন!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
‘কনডম’ অভ্যাস করুন, এই বিজ্ঞাপনই ২৪ ঘণ্টা বেজে চলেছে রেডিওতে। কনডম ব্যবহারের উপযোগীতা, কনডম ব্যবহার না করলে কী কী বিপদের সম্মুখীন হবেন এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে বিজ্ঞাপনেই। নাগরিককে সচেতন করতেই অনর্গল কনডমের বিজ্ঞাপন সম্প্রচার করছে সরকার। এইচআইভি থেকে রক্ষা পেতে নাগরিকরাও এবার সচেতন। বিক্রি বাড়ছে কনডমের। শুধু এদেশে নয়, বিদেশেও একই ছবি। কিন্তু ভেনিজুয়েলার চিত্র খানিকটা হলেও ভিন্ন।
৩৬টি কনডমের একটি প্যাকের দাম ৪০ হাজার টাকা। সেটি কিনতেও লম্বা লাইন গ্রাহকদের। যেখানে হাসপাতালে হাসপাতালে ফ্রি কনডম বিলি করেও মানুষের কাছে কনডম ব্যবহারকে বাধ্যতামূলক করা যাচ্ছে না, সেখানে ভেনিজুয়েলার মানুষ ৪০ হাজার টাকা দিয়ে কনডম কিনছেন! ভেনিজুয়েলাতে গর্ভপাত একটি অপরাধ। এই অপরাধের শাস্তি একেবারেই নমনীয় নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের থেকে তুলনামূলক কঠোর। দেশের স্বস্তা কনডম ব্যবহার করে যাতে বিপত্তিতে না পড়তে হয় তাই বিদেশ থেকে আমদানি করা হচ্ছে কনডম। চাহিদা যেমন, দামও তেমন এই নিরোধের। কিন্তু শাস্তি ও সচেতনতাই বেশি মুল্যের, তাই কনডমের পেছনে ৪০ হাজার টাকা অনায়াসেই খরচ করছে ভেনিজুয়েলার মানুষ।

Related Posts

Leave a Reply