April 20, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শিল্প ও সাহিত্য

ধর্মান্ধ ও বুদ্ধিজীবী

[kodex_post_like_buttons]

।। রজত পাল ।।
ধর্মান্ধদের ( হিন্দু হোক বা মুসলমান ) সহজেই চেনা যায়। তারা তাদের বিশ্বাস উচ্চস্বরে জানান দেয় । একটু সচেতন থাকলেই রাজনৈতিক দলের এজেন্ডাও বোঝা যায় ।
মুশকিল হল আমাদের মতো বুদ্ধিজীবীদের নিয়ে । দু কলম পড়াশোনা শিখে আর দু চারটে বই পড়ে এক একজন বিরাট বিরাট পন্ডিত ।
আসলে আমরা যে একটি পরজীবী সম্প্রদায়, মানুষের basic needs (খাদ্য, বস্ত্র, বাসস্থান ) এ যে আমাদের contribution big zero. …এটা ভুলে যাই ।
আমরা খরাজে হাসি না, মনোজদের বাড়ির বদলে রগরগে ব্যোমকেশ দেখি, হেমন্ত-কিশোর গানের কিসু বোঝে বলে মনে করি না, আজকালকার বাংলা বই পড়ি না, বাঙালি ইংরেজিতে লিখলে কিনি, (পড়ি কম, লোককে দেখাই বেশি, সমালোচনা পড়ে বিদ্যা ফলাই অর্থাৎ কিনা সাধারণ মানুষের হাসি কান্নাকে দেখে নাক সিটকাই ।
পেটে সামান্য বিদ্যা আর চাকরি -বাকরির জোরে বিশ্বের সবকিছুই কেমন বাঁকা চোখে দেখি । আর বিশ্বের সব সমস্যা নেহাত আমার পরামর্শ নিচ্ছে না বলে মিটছে না মনে করি ।
বেশ চলছিল দীর্ঘদিন । তবে …

এভাবে আর চলছে না যে ! সাধারণ মানুষ আর যে পাত্তা দিচ্ছে না, সেটি বুঝতে পারছি, তবে মানতে পারছি না ।

নিশ্চিত থাকতে পারেন আমাদের কথায় আর জনগণ প্রভাবিত হয় না । তারা আমাদের চিনে ফেলেছে বন্ধু !!
( আসুন এই দুঃখে __ দার মেরে দু পাত্তর খাওয়া যাক । b….Y fools । ওরা জঙ্গি হানা ফানা নিয়ে মাথা ঘামাক, আমি তো জানি আসলে …. ও তুমি বোঝনি ? তোমাকে যে কে পরিচয় করাল; যাক ভালো সিগারেট একটা দাও দিকি, আর গাড়িটা ছেড়ে দিও না বোকার মতন, আজ আবার শাশুড়িকে drop করতে হবে …)

সেই কবে রবি দা (!!) বলে ছিল, ‘ একদিন চিনে নেবে তারে !’
ঐ তারা টা আমরা বটে ।

Related Posts

Leave a Reply