April 20, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

আফিমে মজে টিয়া !  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ধ্যপ্রদেশের চাষিরা আফিমে আসক্ত টিয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন। কোনোভাবেই টিয়ার অত্যাচার থেকে বেড়িয়ে আসতে পারছেনা তারা। স্বভাবতই এই ঘটনায় তাদের ফলনের ওপর বিরুপ প্রভাব পড়ছে বলে অভিযোগ চাষিদের।

ওষুধ তৈরিতে ব্যবহৃত আফিমের লোকসান ঠেকাতে বিশেষজ্ঞদের সহযোগিতা চাইছে তারা। অভিযোগ ঝাঁকে ঝাঁকে দল বেঁধে এরা উড়ে আসে পপি ক্ষেতে। ধারালো ঠোঁট দিয়ে ছিড়ে নিয়ে যায় পপি ফুল। স্থানীয় চাষিরা ওষুধ তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পপি ফুল সরবরাহ করে থাকে। এই কাজের জন্য তাদের লাইসেন্সও রয়েছে।

একটি পপি ফুল থেকে ২০ থেকে ২৫ গ্রাম আফিম পাওয়া যায়। কিন্তু টিয়া পাখির দল দিনে ৩০ থেকে ৪০ বার এসে ফুল খেয়ে যাচ্ছে। ধারালো ঠোঁট দিয়ে পপির কলি নিয়েও উড়েও যাচ্ছে। লোকসানের আশঙ্কায় স্থানীয় কৃষি বিভাগের কাছে প্রতিকার চেয়ে দরবার করেছেন চাষিরা। বিশেজ্ঞদের মতে, এই আফিম টিয়া পাখিদের চাঙ্গা করে তোলে। যেমনটি মানুষের ক্ষেত্রে ঘটে – বলবর্ধক পানীয় বা ওষুধ খাওয়ার পর।

 

Related Posts

Leave a Reply