April 20, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

‘ভালোবাসাকে হত্যা করে’ ১০ কোটিতে ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভালোবেসে দুঃখ এলে, চোখে জল এলে সেই ভালোবাসার দরকার নেই। তাকে বুকে বয়ে বয়ে দীর্ঘঃশ্বাস ছেড়ে ফায়দা নেই। বরং তাকে খুন করে ফেলাই ভালো। ঠিক তাই। কোরিয়ান চার তরুণীর গানের ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’। সম্প্রতি তারা নতুন গান নিয়ে হাজির হয়েছে। গানের নাম ‘কিল দিস লাভ’।

এই গান ইউটিউবে প্রকাশ হয়েছে এপ্রিলের ৪ তারিখ। মাত্র দুইদিনেই এটি ইতিহাসে জায়গা করে নিলো দ্রুততম সময়ে ১০ কোটি বার দেখা গান হিসেবে। এতদিন দক্ষিণ কোরিয়ার র‌্যাপার সাইয়ের ‘জেন্টেলম্যান’ গানের কাছে এই রেকর্ড ছিল। এবার সেই তালিকার শীর্ষস্থান দখল করেছে চার তরুণীর ‘কিল দিস লাভ’।

জানা গেছে, ১০ কোটির মাইলফলক স্পর্শ করতে ‘কিল দিস লাভ’ সময় নিয়েছে মাত্র দুই দিন ১৪ ঘণ্টা। প্রথম ২৪ ঘণ্টায় এটি দেখা হয় ৫ কোটি ৬৭ লাখ বার। এর মাধ্যমে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশিবার দেখা গানের ভিডিও’র রেকর্ডটাও ভেঙে দিয়েছে। এর আগে এই রেকর্ডটা ছিলো আরিয়ানা গ্র্যান্ডের ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’ গানের ভিডিও’র দখলে।

আজ ৯ এপ্রিল এ রিপোর্ট লেখা পর্যন্ত ‘কিল দিস লাভ’-র ভিউ ১৩ কোটি ৪১ লাখ ৮২ হাজারেরও বেশি। এরইমধ্যে গানটি নিয়ে শোরগোল চারদিকে। ধারণা করা হচ্ছে আগামী বছরে মিউজিক সংক্রান্ত অ্যাওয়ার্ডগুলোতেও বাজিমাত করবে কোরিয়ান গানটি।

Related Posts

Leave a Reply