April 26, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

তার পিজ্জার অর্ডার করা নিষিদ্ধ করল আদালত  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

তিনি আগের মতোই বৈধ সবই করতে পারবেন। তবে এখন থেকে আর পিজ্জা কিনতে পারবেন না। ফ্লোরিডার এই মানুষটি ফোনে অর্ডার করলেও কেউ তাকে পিজ্জা দিয়ে যাবে না। রীতিমতো আইনের মাধ্যমে তাকে নিষিদ্ধ করা হয়েছে। বেশ কয়েকটি পিজ্জা রেস্টুরেন্টে কৌতুক করে কল দিয়ে পিজ্জা অর্ডার করেন তিনি। একযোগে কয়েকটি রেস্টুরেন্টে ফোন করেন। সব অর্ডার বাড়িতে আসলে তিনি খাবারের পয়সা দিতে অস্বীকৃতি জানান।

টিসি পাম এক প্রতিবেদনে জানায়, লোকটি সেবাস্টিয়ানের র‌্যান্ডি রিডেল। তিনি মে মাসের ৩০ তারিখ থেকে জুনের ১৮ তারিখের মধ্যে ৫টি ভিন্ন ভিন্ন নম্বর থেকে ডজন ডজন ফোন কল করেছেন।

তিনি মাঝ মাঝে কৌতুক করে নিজের ভুল নাম ও ভুয়া ঠিকানা ব্যবহার করতেন। এমন ঠিকানা বলতেন যেখানে কেউ থাকে না। নিজের নামে এক সঙ্গে কয়েকটি অর্ডার করতেন এবং ডেলিভারি আসলে বিল দিতে চাইতেন না।

কয়েকটি পিজ্জা রেস্টুরেন্ট থেকে জানানো হয়, কেবলমাত্র ভুল ঠিকানায় ডেলিভারির কারণে তাদের ৬৬৭ ডলারের ক্ষতি হয়েছে।

আগস্টের ১ তারিখে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে হয়রানিমূলক ফোন কল, ফার্স্ট-ডিগ্রি পেটি থেফট এবং সেকেন্ড-ডিগ্রি পেটি থেফট অভিযোগ দায়ের করা হয়েছে। জামিন পেতে রিডলকে সাড়ে ৫ হাজার ডলার গুনতে হয়েছে। এ ছাড়া জামিনে বেরোনোর পর তার পিজ্জার অর্ডার কেউ গ্রহণ করবে না বলে নির্দেশ দিয়েছেন আদালত।

২০০৮ সালেও রিডলকে গ্রেপ্তার করা হয়েছিল ভেরো বিচ এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হয়রানিমূলক ফোন কল দেওয়ার জন্য। তিনি যেসব রেস্টুরেন্টে এসব কল করেছেন, তাদের বিরুদ্ধেই আবার অভিযোগ করতে কল দেন সেবাস্টিয়ান পুলিশ বিভাগ, সেবাস্টিয়ান সিটি হল এবং স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ-এ।

Related Posts

Leave a Reply