April 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

হাসাল ‘বিশেষ অঙ্গ’, কিন্তু মিলল বিশ্বজোড়া খ্যাতি!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

মন ঘটনাও ঘটে? অবিশ্বাস করবেন কী করে? ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনার নায়ক জাপানের অ্যাথলেট হিরকি ওগিতা। তিনি দাবি করেছেন, অলিম্পিকে পদক না পাওয়ার পেছনে দায়ী তার পুরুষাঙ্গ! 

সোশ্যাল সাইটে প্রকাশিত ভিডিওটিতে দেখে যাচ্ছে পারফর্মরত ওগিতার শর্টসের ভিতরে বেকায়দায় পড়েছে তার বিশেষ অঙ্গটি। উপর থেকে পতনের সময় তার দুই পা পোলের দুইদিকে ছড়িয়ে গেলেও কোনমতে হাত দিয়ে তিনি নিজেকে সামলান। এরপর ছন্দ হারিয়ে নিচে পড়ে যান। শেষ হয়ে যায় তার অলিম্পিক।

কিন্তু শুধু শর্টসের উপর থেকে পুরুষাঙ্গের আভাস দেখা যাওয়ায় সোশ্যাল মিডিয়ার এই হাসাহাসিতে তিনি বেজায় চটেছেন। ২৮ বছর বয়সী ওগিতা বলছেন, “আমি খেলতে এসে বিদেশি মিডিয়ার কাছে এমনটা আশা করিনি। যদি এটি সত্যও হয়ে থাকে তবুও মিডিয়ার আচরণ আমাকে হতবাক করেছে।”

শেষ পর্যন্ত অবশ্য ওগিতার মতামতকেই সঠিক বলে রায় দিয়েছেন বিশেষজ্ঞরা। এক পোল এক্সপার্ট বলেছেন, “সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর ফলে পোল থেকে নিচে পড়ে গেছে। এর সঙ্গে পুরুষাঙ্গের কোন সম্পর্ক নেই। আর ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে ভিডিওতে ওরকম মনে হয়েছে।”

ওগিতা অবশ্য দ্বিতীয় সুযোগে ভাল পারফর্ম করেছিলেন। তবে আগের রাউন্ডের ফাউলের জন্য তার পয়েন্ট কাটা পড়ে। ফলে কোয়ালিফাইং রাউন্ড থেকেই বিদায় নেন ওগিতা। তাতে কী? সেই বিটকেল ক্যামেরাম্যানের ভিডিওর সৌজন্যে তিনি এখন সোশ্যাল মিডিয়ার হিরো!

Related Posts

Leave a Reply