April 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

ডায়াবেটিস নিয়ন্ত্রণে অমৃত এর বিষ!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 

ক অস্ট্রেলিয়ান গবেষণায় বলা হয়, সমুদ্রের এক ধরনের মাংসাশী শামুকের বিষ ডায়াবেটিস নিয়ন্ত্রণের দ্রুত কার্যকর ইনসুলিন হিসাবে কাজ করে।

মেলবোর্ন ওয়াল্টার হল ইনস্টিটিউট (ডাব্লিউইএইচআই) এর গবেষকরা ইতিমধ্যে এই ইনসুলিনের ত্রিমাত্রিক ছবি তৈরি করে ফেলেছেন। ইনসুলিন এমন এক হরমোন যা ডায়াবেটি নিয়ন্ত্রণে রাখে। ওই শামুকের বিষ লিভার এবং পেশিতে প্রয়োগ করা হলে গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকবে।

প্রধান গবেষক মাইক লরেন্স জানান, এই আবিষ্কার বিজ্ঞানীদের দ্রুত ক্রিয়াশীল ইনসুলিন বানাতে দারুণ সহায়তা করবে। এই বিষের ইনসুলিনের কাঠামো বের করা যুগান্তকারী আবিষ্কার হতে পারে।

এই বিষ থেকে প্রক্রিয়াজাত ইনসুলিন টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করতে পারে।

ওই শামুক তার বিষ মাছসহ বিভিন্ন শিকারের ওপর প্রয়োগ করে। মানুষের মতোই মেরুদণ্ডী প্রাণী এই শামুক।

অস্ট্রেলিয়ায় প্রতিদিন ২৮০ জন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়। আপাতত এই শামুকের বিষ নিয়ে চলছে গবেষণা। আমেরিকা, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায় বিজ্ঞানীরা যৌথভাবে এ নিয়ে গবেষণা চালাচ্ছেন।

Related Posts

Leave a Reply