November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

২৪ জন স্ত্রী রাখার অপরাধে স্বামীকে গৃহবন্দী করার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে ২৪ জন স্ত্রী রাখার অপরাধে উইন্সটন ব্লাকমোর নামের ৬১ বছর বয়সী এক ব্যক্তিকে ৬ মাসের জন্য গৃহবন্দি করে রাখার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট।

সংবাদ মাধ্যম স্টার ভ্যানকুভারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই ব্যক্তির ২৪ জন স্ত্রী’র পাশাপাশি ১৪৯ জন সন্তানও রয়েছে। জানা গেছে, বহুবিবাহের দায়ে সম্প্রতি দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন কানাডার সুপ্রিম কোর্ট। উইন্সটন ব্লাকমোর ২৪ স্ত্রী এবং জেমস অলার নামে অপর এক ব্যক্তি ৫ জন স্ত্রী রাখার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

আদালত ব্লাকমোরকে ৬ মাসের জন্য গৃহবন্দির আদেশ দিয়েছে। আদেশে বলা হয়েছে, গৃহবন্দি থাকাকালীন ব্লাকমোর জরুরী চিকিৎসা পরিষেবা নিতে পারবেন। এদিকে, একই আদালত জেমস অলারকে তিনমাসের জন্য গৃহবন্দির আদেশ দিয়েছে। আদালতে বলেছে, ব্লাকমোরকে সর্বমোট ১৫০ ঘণ্টা এবং অলারকে ৭৫ ঘণ্টা জনসেবামূলক কাজ করতে হবে। বিচারক বলেন, ব্লাকমোরের ১৪৯ জন সন্তান। সম্ভবত, ধর্মীয় বিশ্বাসই তাকে এই পথে পরিচালিত করেছে।

 

Related Posts

Leave a Reply