February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

রিয়েল মাদ্রিদের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেকের অপেক্ষায় রোনাল্ডো !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

শেষ চার বছর ধরে বারবার উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়েল মাদ্রিদ ছাড়ার খবর। অবশেষে সামনের মরসুমেই রিয়েলের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে নিতে চলেছেন সেই ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা! আপাতত এমনটাই খবর আন্তর্জাতিক ক্রীড়া মহলে। জানা গেছে, সিআর সেভেন স্পেন ছেড়ে পাড়ি দিতে পারেন ইতালিতে। সাদা জার্সির বদলে তার গায়ে উঠতে চলেছে সাদা-কালো জার্সি। রিয়েলের সুপারস্টার চলে যেতে পারেন ইতালিয়ান দৈত্য জুভেন্টাসের দখলে।

২০০৮-এ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে রোনাল্ডো ৯০ মিলিয়ন ইউরোতে যোগ দেন রিয়েলে। দলকে দিয়েছেন দুটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীরোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরই  রিয়েল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিয়েভের এনএসসি অলিম্পিক স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন, রিয়ালের হয়ে খেলার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল। যদিও তার পরদিনই সেলিব্রেশন প্যারেড গ্রাউন্ডে সমর্থকদের বলেন, পরের মরশুমে আবার দেখা হবে।

এই মুহূর্তে রিয়েল চাইছে সিআর সেভেন -এর উত্তরসূরী খুঁজে নিতে। শোনা যাচ্ছিল তারা নাকি ফরাসি স্টার কিলিয়ান এমবাপ্পের দিকেও হাত বাড়িয়েছে। যদিও রিয়েল সেই খবর সম্পূর্ণ গুজব বলেই জানিয়ে দেয়। রিয়েলের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেজ বরাবরই নেইমারকে নেওয়ার কথা বলেছিলেন। এখন দেখার রোনাল্ডো  রিয়েলেই থেকে যাবেন না কি বিদায় জানাবেন!

 

Related Posts

Leave a Reply