গরমে পিচ গলে রাস্তায় পা ঢুকে গেলো এক ব্যক্তির! উদ্ধার করলো দমকল বাহিনী
কলকাতা টাইমসঃ
ব্রিটেনে এক ব্যক্তি গরম রাস্তার পিচে পা-আটকে ভয়ংকর বিপদে পড়লেন। ঘটনার পর রীতিমতো ফায়ার সার্ভিস ডেকে, রাস্তা কেটে শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়। অতীতে ইংল্যান্ডে এমন ঘটনা কেউ দেখেনি। যে কারণে ইংল্যান্ডের নিউক্যাসলে ২৪ বছর বয়সী সেই ব্যক্তির পা যখন রাস্তার পিচের ভেতরে আটকে পড়েনা তখন অনেকেই বিষয়টির গুরুত্ব বুঝতে পারেনি। পরে অবশ্য দ্রুত উদ্ধারকারীদের খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হাতুড়ি ও ছেনি দিয়ে রাস্তা কেটে তার পা বের করতে সক্ষম হন। তবে তার জুতোটি আর উদ্ধার করা সম্ভব হয়নি! পরে বিষয়টি জানিয়ে একটি টুইট করে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ। তারা টুইটের মাধ্যমে জানায়, অত্যন্ত গরমে রাস্তার পিচ নরম হয়ে গিয়েছিল। যে কারণে তরুণের পা সেখানে ঢুকে আটকে যায়। এরপর তিনি উদ্বিগ্ন না হয়ে মাথা ঠান্ডা রেখে ৯৯৯ নম্বরে ফোন করেন।