January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

এই মহিলাদের পেশা কেবল কান্না!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ঘানার একদল মহিলা পেশা হিসেবে বেছে নিয়েছেন কান্নাকে। টাকার বিনিময়ে এই মহিলারা দল বেঁধে মৃতের শশ্মান যাত্রায় কাঁদতে যান। ব্যাপারটা এই রকম, ধরা যাক আপনাকে পছন্দ করে এমন লোকের সংখ্যা খুব কম। সেই কারণে আপনি ভাবছেন মারা যাওয়ার পর আপনার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে শোক করার মতো তেমন কেউ থাকবে না। তখন আপনি শরণাপন্ন হতে পারেন এই মহিলাদের। যাদের সংস্থার নাম ‘দ্য ফিউনেরাল কন্ট্রাকটরস অ্যাসোসিয়েশন’। যারা টাকার বিনিময়ে  আপনার শবযাত্রায় কাঁদবেন ঘনিষ্ঠজনের মতো। তারা শবযাত্রায় এমন সব মৃত মানুষের জন্য অঝোরে কাঁদেন যাদের সঙ্গে তাদের পরিচয় পর্যন্ত নেই।

স্বামী মারা যাওয়ার পর কয়েকজন বিধবা মহিলা মিলে ‘দ্য ফিউনেরাল কন্ট্রাকটরস অ্যাসোসিয়েশন’টি গড়ে তুলেছেন।  একটা শবযাত্রায় তারা কত পারিশ্রমিক নেবেন তা নির্ভর করে অনুষ্কঠানটি কত বড় হবে তার ওপর। তবে কোনো মৃত ব্যক্তি যদি আগেই শর্ত দেয় তার শবযাত্রাটি উৎসবমুখর হবে তাহলেও কোনো সমস্যা নেই। পারিশ্রমিক পেলে এই সংস্থাই শবযাত্রায় নাচ-গান করে সেই উৎসবও পালন করেন।

 

Related Posts

Leave a Reply