January 20, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

নাচের অপরাধে গ্রেফতার ইরানি তরুণী !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ইনস্টাগ্রামে নাচের ভিডিও পোস্ট করায় ইরানে এক তরুণীসহ বেশ কয়েকজন নাগরিককে গ্রেফতার করলো পুলিশ। মায়েদেহ হোজাবরি নামের ওই তরুণী নাচের ভিডিও পোস্ট করার পর সেদেশে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। তৎক্ষণাৎ তার ইনস্টাগ্রাম আইডি বন্ধ করে দেওয়া হয়। ইনস্টাগ্রামে তার প্রায় ছয় লাখ ফলোয়ার রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, এক তরুণী, যার ছবি অস্পষ্ট করে দেওয়া হয়েছে, তিনি কাঁদছেন ও কেঁপে কেঁপে উঠছেন। তিনি নিজের ভিডিও পোস্ট করার উদ্দেশ্য ব্যাখা করেছেন।

তিনি বলেন, এটা মনোযোগ আকর্ষণের জন্য পোস্ট করিনি। আমার কিছু ফলোয়ার রয়েছে। তাদের জন্য দিয়েছি। অন্যদের একই কাজে উৎসাহিত করার ইচ্ছা আমার নেই। তিনি বলেন, আমি কোনো দলের সঙ্গে কাজ করি না। কোনো প্রশিক্ষণও গ্রহণ করিনি। কিন্তু আমি নিয়মিত জিম করি। তবে তিনি নিজের নৈতিক স্খলনের কথা স্বীকার করেছেন।

তাকে গ্রেফতারের পর তার ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়ার পরেও সবার কাছে সেই ভিডিও পৌঁছে যায়। হোসেন রোনাগি নামের এক ব্লগার বলেন, নাচের জন্য ১৭-১৮ বছরের তরুণীকে গ্রেফতারের কথা শুনলে বিশ্বের যে কেউ হাসবে।

 

Related Posts

Leave a Reply