ফ্রান্সের সঙ্গে আগে কখনোই জিততে পারেনি বেলজিয়াম
কলকাতা টাইমসঃ
আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে অন্যতম ফেভারিট ফ্রান্স ও দুর্দান্ত ফর্মে থাকা বেলজিয়াম। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ১১টায়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচের আগের সমস্ত পরিসংখ্যান বলছে, এগিয়ে রয়েছে ফ্রান্স। বেলজিয়ামের সঙ্গে শেষ তিনটি সাক্ষাতে ২ বারই জয়ের মুখ দেখেছে ফরাসিরা। সেটা অবশ্য একুশ শতকে নয়। এই দুই জয় এসেছে উনিশ শতকে। বিশ্বকাপ মঞ্চে শেষবার ১৯৮৬ সালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল বেলজিয়াম। মেক্সিকো বিশ্বকাপে সেবার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে বেলজিয়ামকে পেনাল্টিতে হারিয়ে তৃতীয় হয়েছিল ফ্রান্স।
তার আগে ফান্স বনাম বেলজিয়ামের লড়াই দেখা গেছে সেই চল্লিশের দশকে। ১৯৩৮ সালে প্রথম রাউন্ডের ম্যাচে বেলজিয়ামকে ৩-১ গোলে হারিয়েছিল ফরাসিরা। এখানেই শেষ নয়, ইউরো চ্যাম্পিয়নশিপের আসরে ফ্রান্সের কাছে ৫ গোলে হারের লজ্জা এখনও বয়ে বেড়াচ্ছে বেলজিয়াম। ১৯৮৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের আসরে সেবার হ্যাটট্রিক করেছিলেন প্লাতিনি।