মাঝ আকাশে অক্সিজেন দিয়ে কুকুরের প্রাণ বাঁচালেন বিমান সেবিকা !
কলকাতা টাইমসঃ
মাঝ আকাশে বিমানে একটি কুকুরকে অক্সিজেন দিয়ে প্রাণ বাঁচালেন এক বিমান সেবিকা। ঘটনাটি আমেরিকার। পোষা কুকুরকে সঙ্গে নিয়ে মার্কিন বিমান জেটব্লু-তে করে ফ্লোরিডা থেকে ম্যাসাচুসেটস যাচ্ছিলেন মাইকেল ওয়েন। গত বৃহস্পতিবারের ওই যাত্রাপথে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয় তাকে। জানা গেছে, তিন বছর বয়সী ওই কুকুরটি ফ্রান্স থেকে কিনেছিলেন মাইকেল। তার নাম রাখা হয়েছে ডার্কি। সেদিন বিমানে করে ম্যাসাচুসেটস যাওয়ার পথে উড়ন্ত অবস্থায় হাসফাঁস করতে শুরু করে ডার্কি। মাইকেল বলেন, বিমানের মধ্যে আমরা সবাই অক্সিজেনের অভাব হালকাভাবে অনুভব করছিলাম। তবে ডার্কি সেটা নিতে পারেনি। তিনি আরো বলেন, বিমান সেবিকা এসে অক্সিজেনের একটি মাস্ক ডার্কির মুখে ধরার পর সে স্বস্তি পায়। কয়েক মিনিটের মধ্যেই সে সুস্থ হয়ে ওঠে।
সোমবার বিমানের ক্রু রিনাউদ ফেনস্টার জানান, আমার ১৫ বছরের কর্মজীবনে এই ধরনের ঘটনা প্রথম ঘটলো। আমি প্রথমেই বুঝতে পারি, কুকুরটি ভালোভাবে শ্বাস নিতে পারছে না।তখনই কুকুরটির মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়েছিলাম। তিনি আরো বলেন, বিষয়টি প্রথমে ক্যাপ্টেনকে জানাতেই তিনি সম্মতি দেন। তিনিও চাইছিলেন কুকুরটি বেঁচে থাকুক।