এবার চাণক্যের ভূমিকায় অভিনয় করবেন অজয় দেবগন
কলকাতা টাইমসঃ
নিরাজ পান্ডে পরিচালিত ‘চাণক্য’ ছবিতে চাণক্যের ভূমিকায় অভিনয় করবেন অজয় দেবগন। গতকাল এক টুইট বার্তায় অজয় দেবগন জানান, ইতিহাসের শ্রেষ্ঠ যোদ্ধা, রাজনীতিবিদ, দার্শনিক ও অর্থনীতিবিদ ‘চাণক্য’র জীবনী নিয়ে তৈরী হবে এই ছবিটি।
অজয় বলেন, আমি এই ছবিতে অভিনয়ের জন্য খুব আগ্রহী। আমি নিরাজ পান্ডের কাজ খুব ভালভাবে লক্ষ্য করেছি এবং আমি জানি সে কাহিনীর স্বচ্ছতা ও আবেগ যথাযথভাবে ফুটিয়ে তুলবে। স্পেশাল ছাব্বিশ, বেবি, রুস্তম ছবির পরিচালক নিরাজ বলেন, আমি এই ছবিটি নিয়ে কাজ করার কথা অনেক আগে থেকেই ভাবছি। এটি আমার জন্য বেশ রোমাঞ্চকর কাজ হবে এবং আমি নিশ্চিত দর্শক চাণক্যের চরিত্রে অজয়কে খুব পছন্দ করবে।