পাইলট ধূমপানে ব্যস্ত, বিমান নেমে এলো প্রায় ২০ হাজার ফুট নিচে !
কলকাতা টাইমসঃ
বিমানের ককপিটে বসে পাইলটদের ধূমপানের কারণে হঠাৎই মাঝ আকাশ থেকে অস্বাভাবিকভাবে প্রায় ১৯ হাজার ৬০০ ফুট নীচে পড়ে যায় একটি চীন বিমান। যদিও অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে। অভিযোগ, পাইলটদের অবহেলার কারণেই বিমানটিকে এমন বিপদের সামনে পড়তে হয়েছিল।
মঙ্গলবার রাতের ওই ফ্লাইটটি মাঝ আকাশে হঠাৎ করে অস্বাভাবিকভাবে মাত্র ৯ মিনিটেরও কম সময়ে ১০ হাজার মিটার (৩২ হাজার ৮০০ ফুট) থেকে ৪ হাজার মিটার (১৩ হাজার ১০০ফুট) ফুট নিচে নেমে আসে। বোয়িং ৭৩৭ -বিমানটিতে তখন ১৫৩ জন যাত্রী ছিলেন। এছাড়া ৯ জন ক্রু ছিলেন। শেষপর্যন্ত কোনো রকম দুর্ঘটনা ছাড়াই বিমানটি চীনের দালিয়ান বিমান বন্দরে নামতে সক্ষম হয়। বিমানটি এভাবে নিচে নেমে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের সামনের অক্সিজেন মাস্ক খুলে যায়। ওই ফ্লাইটে উপস্থিত থাকা দুজন যাত্রী এই ঘটনার ভিডিও এবং ছবি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।