আমেরিকার সামরিক মহড়ার ওপর নজরদারি চালাচ্ছে চীন !
কলকাতা টাইমসঃ
চীনের একটি সামরিক গোয়েন্দা জাহাজ হাওয়াই উপকূলে চলা মার্কিন মহড়ার ওপরে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। শনিবার মার্কিন নৌবাহিনীর মুখপাত্র চার্লস ব্রাউন এক বিবৃতিতে এই দাবি করেছেন।
বিবৃতিতে বলা বলেছে, প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌযানগুলো চীনের একটি যুদ্ধজাহাজের সন্ধান পেয়েছে। ওই যুদ্ধজাহাজ থেকে মার্কিন মহড়ার ওপর নজরদারি চালানো হচ্ছে। মার্কিন নৌযানগুলো চীনের এই যুদ্ধজাহাজের ওপর নজর রেখেছে বলে তিনি জানিয়েছেন।
হাওয়াই উপকূলে চলমান ওই সামরিক মহড়ায় চীনা নৌযানগুলোর অংশগ্রহণের কথা থাকলেও আমেরিকা শেষ পর্যন্ত তাদের সেই সুযোগ দেয়নি। দক্ষিণ চীন সাগরে সামরিক তৎপরতার অভিযোগ তুলে আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে।