November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মায়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষে ১২ সেনা জওয়ান নিহত

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মায়ানমারে সেনাবাহিনী ও শান বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ১২ সেনা জওয়ান ও একজন বিদ্রোহী নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরো অনেকে। চলতি সপ্তাহে মায়ানমারের শান রাজ্যের মং কুং শহরে বিদ্রোহী গোষ্ঠী রিস্টোরেশন কাউন্সিল অব শান স্টেট ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতি জানিয়েছে, সংঘর্ষে আরসিএসএসের বেশ কিছু সদস্যও আহত হয়েছেন। স্থানীয় সূত্র বলছে, শান রাজ্যের মং কুং এলাকায় গত চারদিনের লড়াইয়ে শত শত মানুষ গ্রাম ছেড়ে পালিয়েছেন।

ড্রোন ও আর্টিলারি ঢালসহ মিয়ানমার সেনাবাহিনীর বেশ কিছু অস্ত্র ছিনিয়ে নেওয়ার দাবি করেছে আরসিএসএস। আরসিএসএসের মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল সাইও সংঘর্ষে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। তাই ফ্রিডমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মং কুং এলাকার আকাশে সেনাবাহিনীর হেলিকপ্টার টহল দিচ্ছে। তবে সেনা হেলিকপ্টার থেকে শুধুমাত্র সংঘর্ষপ্রবণ এলাকায় টহল দেওয়া হচ্ছে এবং আরসিএসএসের অবস্থান করা জায়গাতেই গোলাবর্ষণ করা থেকে বিরত রয়েছে মিয়ানমার সেনাবাহিনী।’

সংঘর্ষপ্রবণ এলাকা থেকে স্থানীয় শান গোষ্ঠীর সদস্যদের গ্রাম ছেড়ে পালানোর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শানদের এই গ্রামগুলোর অবস্থান মং কুং শহর থেকে ১০ মাইল দূরে। স্থানীয় মানুষজন ঘরছাড়াদের মং কুং শহরের বৌদ্ধ মন্দিরে আশ্রয় দিয়েছে। সংঘর্ষ অব্যাহত থাকায় পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করছে।

 

Related Posts

Leave a Reply