September 30, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

বাজারে ‘উড়ন্ত ট্যাক্সি’ আনছে গাড়ি নির্মাণকারী সংস্থা রোলস রয়েস !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে নাজেহাল অবস্থা। সেই সমস্যা আর বেশি দিনের জন্য নয়। বাজারে ‘উড়ন্ত ট্যাক্সি’ আনছে গাড়ি নির্মাণকারী সংস্থা রোলস রয়েস। ব্রিটিশ এই কোম্পানি জানিয়েছে, তাদের এই ট্যাক্সি ৪-৫ জন মানুষ বহন করতে সক্ষম। এমনকী হেলিকপ্টারের মত উড়তেও পারবে। একে বলা হচ্ছে ‘ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং’ পরিবহন। এই ট্যাক্সি ঘণ্টায় ২৫০ মাইল বেগে ৫০০ মাইল পর্যন্ত উড়তে পারবে।

রোলস রয়েসের এই ইভিটিওএল যানে গ্যাস টারবাইন প্রযুক্তি ব্যবহার করে ছটি ইলেকট্রিক প্রপালসর চালানো হবে। হেলিকপ্টারের মত পাখা থাকলেও তার শব্দ অনেক কম হবে। পাখাগুলো ৯০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারবে। ফলে সাধারণ হেলিকপ্টারের মতোই তা উড়তে এবং অবতরণ করতে পারবে। তা যে কোনও এয়ারপোর্ট এবং হেলিপ্যাড ব্যবহার করতে পারবে।

আগে অনেক কোম্পানিই উড়ন্ত যান তৈরির চেষ্টা করছে। তাদের সঙ্গে এবার যোগ দিল রোলস রয়েস। ব্রিটেনের ফার্নবরো এয়ার শো প্রদর্শনী উপলক্ষ্যে নিজেদের উড়ন্ত ট্যাক্সির এই পরিকল্পনা প্রকাশ করে রোলস রয়েসের ইলেকট্রিকাল টিমের প্রধান রব ওয়াটসন। তিনি বলেন, ২০২০ সালের মধ্যে এই মডেল বাজারে ছাড়া হতে পারে।

 

Related Posts

Leave a Reply