সাক্ষী হীন বৈঠক করেন ট্রাম্প-পুতিন!
কলকাতা টাইমসঃ
২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জন ব্রেনান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকে কাওকে না রাখায় তিনি বেশ বিশ্বিত হয়েছেন বলে একটি টুইট বার্তায় জানিয়েছেন।
সেই টুইট বার্তায় তিনি প্রশ্ন তোলেন, কেন পুতিনের সঙ্গে একা বৈঠক করলেন ট্রাম্প? বোল্টন, পম্পেও, ক্যালি কাওকে সঙ্গে সঙ্গে না রেখে মার্কন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের কাছ থেকে তিনি কী লুকাতে চাইছেন? তিনি আরো লেখেন, কীভাবে পুতিন কিংবা ট্রাম্প রাশিয়াকে সুবিধা দিয়ে আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করতে পারে ? এই বৈঠক ট্রাম্পের সৎ সাহসের অভাব ছাড়া অন্য কিছুর ইঙ্গিত দেয় বলেও মনে করেন তিনি।