জানালায় উঁকি দিলো সিংহ! আতঙ্কে পাড়া
কলকাতা টাইমসঃ
রাতের বেলা আলো-বাতাসের জন্য অনেকেই জানালা খুলে রাখেন। ধরুন সেই জানালায় যদি কোনো সিংহ হঠাৎ করে উঁকি দেয়, কেমন লাগতে পারে কখনো ভেবে দেখেছেন? এমনই পিলে চমকে যাওয়ার মতো ঘটনাই ঘটেছে ক্যালিফোর্নিয়ার স্যান ম্যাটেও অঞ্চলে। এই ঘটনার জেরে প্রায় ছয়ঘণ্টা ওই এলাকার বাসিন্দারা বাড়ির বাইরে বের হতে পারেননি। জানা গেছে, সিংহ প্রথম ওই এলাকায় দেখা যায় সকাল ৯টা ৩৫ মিনিট নাগাদ। একটি বাড়ির জানালার পাশে সিংহটি দাঁড়িয়েছিল।
বিষয়টি প্রথম নজরে পড়ে ওই এলাকায় কর্তব্যরত এক পুলিশ কর্মীর। দুপুর ২টা ২০ মিনিট নাগাদ আবারো ওই অঞ্চলেই সিংহটির খোঁজ পান বন দপ্তরের কর্মীরা।ক্যালিফোর্নিয়ার বন্যপ্রাণী দপ্তরের কর্মীরা ঘুমপাড়ানোর গুলো দিয়ে সিংহটিকে বাগে আনেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই ঘটনায় এলাকা ছেড়ে বের হতে পারেননি কোনো বাসিন্দা।
বন্যপ্রাণী দপ্তরের তরফে জানানো হয়েছে, আসলে এটি একটি সিংহী, ওজন প্রায় ৮৫ পাউন্ডের কাছাকাছি। স্যান ম্যাটেওর পুলিশ প্রধান সুসান ম্যানহেইমার জানিয়েছেন, শিগগিরিই সিংহীটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।