পাকিস্তানে ইমরানকে সমর্র্থন জঙ্গি নেতার, হাফিজ সাঈদও নেমে পড়েছেন ভোটার ময়দানে !
Imran, support, militant leader, Hafiz Saeed, vote ground
কলকাতা টাইমসঃ সামনেই পাকিস্তানে জাতীয় নির্বাচন। নওয়াজ শরীফ জেলে থাকলেও জোরকদমে প্রচার চালাচ্ছেন ইমরান খান। এরই মধ্যে বিতর্ক বাড়িয়ে ইমরান খানের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিল জঙ্গিনেতা ফজলুর রহমান খলিল। আল-কায়েদা ঘনিষ্ঠ এই জঙ্গি হরকত-উল-মুজাহিদীন সংগঠনের প্রতিষ্ঠাতা।
ইমরান ঘনিষ্ঠ পিটিআই নেতা আসাদ উমর খলিলের সেই সমর্থনের কথা প্রকাশ্যে এনেছেন। তিনিই ফেসবুক পেজে পোস্ট করেছেন বিষয়টি। উর্দুতে লেখা ওই পোস্টে খলিল জানিয়েছেন, খলিল ও তার অনুগামীরা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিতে যোগ দিয়েছে।
খবরটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিজের ফেসবুক পোস্ট পাল্টে ফেলেন ওই পিটিআই নেতা। লেখেন, খলিল পিটিআই-কে সমর্থন করার কথা জানিয়েছে। খলিলও পাকিস্তানের সংবাদমাধ্যমে বলেন যে, রবিবার উমরের সঙ্গে তার বৈঠক হয়েছে ও তিনি ইমরানকে সমর্থনের কথা জানিয়েছে।
এদিকে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জমাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদকে ভোটে দাড়ানোর ছাড়পত্র দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন। মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ দর্পের সঙ্গে তার নিষিদ্ধ রাজনৈতিক দল মিল্লি মুসলিম লীগের সমর্থনে প্রচার করছে।