‘মার ডালা…’ সবার দাম ‘মেরে’ বিকোলো ৩ কোটিতে
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ভারতীয় সিনেপ্রেমীদের কাছে বলিউড তারকাদের এ নিয়ে উন্মাদনাও কম নেই । যাদের জীবন-যাপন, সাজ -পোশাক সব কিছুর প্রতিই ভক্তরা পাগল।তারকাদের ব্যবহার করা জিনিস যে কোনো মূল্যে নিতে আগ্রহী থাকেন সিনেপ্রেমীরা। এমন বেশ কিছু উদাহরণ আছে যেখানে তারকাদের বেশ কিছু অতি সামান্য জিনিস বেশ চড়া দামে কিনেছেন ভক্তরা।
যেমন সালমান খানের তোয়ালে। এর দাম উঠেছে প্রায় দেড় লাখ টাকা ! ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে সালমানের ব্যবহৃত সেই তোয়ালে যেন একসময়ের সিম্বল হয়ে দাঁড়িয়েছিল। আর তাতেই তো এত চড়া দামে নিলাম।
‘লগান’ ছবিতে আমির খানের ব্যাটের জাদুকরিতেই কুপোকাত হতে হয়েছিল ইংলিশদের। গোটা ‘লগান’ টিম সবাই সই করেছিলেন সেই ব্যাটে। আনাড়ি হাতে তৈরি এ ব্যাটের বিক্রি হয়েছিল ১ লাখ ৫৬ হাজারে !
যেমন সালমান খানের তোয়ালে। এর দাম উঠেছে প্রায় দেড় লাখ টাকা ! ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে সালমানের ব্যবহৃত সেই তোয়ালে যেন একসময়ের সিম্বল হয়ে দাঁড়িয়েছিল। আর তাতেই তো এত চড়া দামে নিলাম।
‘লগান’ ছবিতে আমির খানের ব্যাটের জাদুকরিতেই কুপোকাত হতে হয়েছিল ইংলিশদের। গোটা ‘লগান’ টিম সবাই সই করেছিলেন সেই ব্যাটে। আনাড়ি হাতে তৈরি এ ব্যাটের বিক্রি হয়েছিল ১ লাখ ৫৬ হাজারে !
একবার শাম্মি কাপুর কাশ্মিরে গিয়ে ‘ইয়াহু’ চিৎকার দিলেন! এটা দেখা গেল ‘চাহে কহি মুঝে জঙ্গলি কহে…’ গানের মাধ্যমে। তখন দর্শকের নজর কেড়েছিল শাম্মির পরনের খয়েরি রঙের জ্যাকেটটি। পরে এর দাম উঠল ৮০ হাজার।
‘ধাক ধাক করনে লাগা…’ এই গানের কথা মনে আছে? মাধুরী দীক্ষিত হলদে রঙের এক পোশাক পরে নেচেছিলেন। শুটিং শেষে ৮০ হাজার তাকে নিলাম হয়েছিল সেটি।
আর ‘দেবদাস’ এর ‘মার ডালা…’ গানটি অন্য সবার দাম ‘মেরে’ দিয়েছিল। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ ছবিতে মাধুরীর ব্যবহৃত সেই লেহেঙ্গার দাম নিলামে উঠেছিল ৩ কোটি টাকা ! ভাবা যায় !
‘ধাক ধাক করনে লাগা…’ এই গানের কথা মনে আছে? মাধুরী দীক্ষিত হলদে রঙের এক পোশাক পরে নেচেছিলেন। শুটিং শেষে ৮০ হাজার তাকে নিলাম হয়েছিল সেটি।
আর ‘দেবদাস’ এর ‘মার ডালা…’ গানটি অন্য সবার দাম ‘মেরে’ দিয়েছিল। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ ছবিতে মাধুরীর ব্যবহৃত সেই লেহেঙ্গার দাম নিলামে উঠেছিল ৩ কোটি টাকা ! ভাবা যায় !