November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

শচীন তেন্ডুলকার ১৫, অর্জুন তেন্ডুলকার ‘০’ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক্রিকেটের শচীন তেন্ডুলকার তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলন ডাবল ডিজিট (১৫) দিয়ে। আর তার পুত্র অর্জুন তেন্ডুলকার তার ক্যারিয়ার শুরু করল শূন্য দিয়ে।

অনূর্ধ্ব ১৯ শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে ১১ বল খেলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরল বাঁ-হাতি ব্যাটসম্যান অর্জুন তেন্ডুলকার। প্রথম ইনিংসে বোলিংয়ে এক উইকেট আর ব্যাটে ‘শূন্য রান’ আপাতত এটাই তার স্কোরকার্ড। তবে খেলার গতিপ্রকৃতি যে দিকে এগোচ্ছে তাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংসে জেতার পথে অনূর্ধ্ব ১৯ ভারত। যার ফলে দ্বিতীয়বার ব্যাটের সুযোগ পাবে না অর্জুন। সে ক্ষেত্রে নিজের  আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ স্মরণীয় করতে বলেই বাজি মারতে হবে শচীন পুত্রকে।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৪৪ রানে গুটিয়ে দেয় ভারত। হর্ষ ত্যাগী এবং আয়ুশ বাদোনি, দু’জনেই চারটি করে উইকেট নেয়। ব্যাট করতে এসে শতরান হাঁকায় ভারতের দুই তরুণ ব্যাটসম্যান। অথর্ব (১১৩) এবং আয়ুষের (১৮৫) ব্যাটে ভর করেই ৫৮৯ রানের পাহাড় খাড়া করে করে অনূর্ধ্ব ১৯ দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ১৪২। ভারতের থেকে এখনও তারা পিছিয়ে ২০৩ রানে।

 

Related Posts

Leave a Reply