November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

আকাশ থেকে রক্তবৃষ্টি ! আসলে…

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

আকাশ থেকে শিলাবৃষ্টি হতে দেখেছেন অনেকেই। কেমিকাল বৃষ্টির কোথাও জানা, কিন্তু রক্তবৃষ্টি ! বৃষ্টির বদলে পড়ছে রক্ত।শুনেছেন কখনো ? না ভুল শোনেন নি। ঠিকই শুনেছেন। এমনি রক্তবৃষ্টি শুধু শুনলেনই না চাক্ষুষ করলেন  সাইবেরিয়া মানুষজন। গত সপ্তাহের এই ঘটনায় হতবাক সকলে। ঘটনার বেশ কিছু ভিডিও ও ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে যাকে রাস্তা দিয়ে লাল জল বইছে স্পষ্ট দেখা যাচ্ছে।

এই ঘটনার পর অনেকেই নানান যুক্তি খুঁজতে শুরু করেছেন। কেউ বলছে পৃথিবী যে শেষ হতে চলেছে এটা তারই ইঙ্গিত। অনেকে জানিয়েছে যে দৃশ্যটি তাদের হরর ছবির কথা মনে করি দিয়েছে। আসল ব্যপারটা কিন্তু একদম অন্য।

জানা গেছে, যেই জায়গায় এই বৃষ্টি হয়েছে সেখানে একটি ফ্যাক্টরি ছিল। জমে ছিল মরচে পড়া আবর্জনা (রেড আয়রন অক্সাইড)। যেখানে আবর্জনা রাখা ছিল তা সেটি খোলা রাথা হয়েছিল। প্রচন্ড বাতাসে মরচে উড়তে থাকে এরং হাওয়ায় মিশে যায়। সেই সময় বৃষ্টি শুরু হলে লাল রং মিশে গিয়ে বৃষ্টিধারার রং লাল হয়ে যায়। যাকে বলা হচ্ছিল রক্তবৃষ্টি।

Related Posts

Leave a Reply