November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভয়ঙ্কর ‘ ‘অ্যামপিল” এর আতঙ্কে চীন 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

যেকোনো সময় এর আঘাতে তছনছ হয়ে যেতে পারে  চীনের পূর্বাঞ্চল। তাই প্রাণ বাঁচাতে খালি করে দেওয়া হলো পূর্বাঞ্চলকে। চীনে ধেয়ে আসা এই টাইফুনেই নাম  ‘অ্যামপিল’। মৌসুমী এই ঝড়ের আঘাত থেকে রক্ষায় চীনের পূর্বাঞ্চল থেকে ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

রবিবার সকালে চীনের সাংহাই এবং পৌর এলাকা থেকে প্রায় ১ লাখ ৯৩ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এই টাইফুনের আতঙ্কে বাসিন্দারা কোনোমতে প্রাণ হাতে করে ঘর-বাড়ি ছেড়ে পালাচ্ছেন। সতর্ক রয়েছে প্রশাসনও।  অন্যদিকে, সাংহাইয়ের পার্শ্ববর্তী জেহজিয়াং প্রদেশ থেকে আরো ৩৮ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। জানিয়ে রাখি এর আগে নয়বার এরকম টাইফুন এসেছে চিনে। এটি চলতি বছরে চীনে ১০ম টাইফুন।

সাংহাই পৌর কর্তৃপক্ষের আবহাওয়াবিদ জানান, মৌসুমী এই ঝড়টি রবিবার ভোর ৫ টায় প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এই ঝড় ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে এগিয়ে আসছে।

‘অ্যামপিল’ আজ দুপুর নাগাদ সাংহাই ও আশপাশের এলাকায় আঘাত হানতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।

Related Posts

Leave a Reply