স্বীকৃতির পথে গোলাপের পিরামিড
কলকাতা টাইমসঃ
পিরামিড নামটি শুনলেই মনে হয় ইট-পাথরের বা বালির তৈরী সৌধ। কিন্তু যদি শোনেন গোলাপের পিরামিড। অবাক হবেন নিশ্চই। ইকুয়েডরের এই পিরামিডটি অন্য পিরামিডের মত নয়। এটা গোলাপ ফুল দিয়ে তৈরি, বিশ্বে গোলাপ দিয়ে বানানো এটাই সবচেয়ে বড় পিরামিড বলে দাবি করেছেন কৃষকরা। তাই নিজেদের সৃষ্টির স্বীকৃতিও চান। তারা একটা বিশ্ব রেকর্ড করতে চায়। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড তাদের এই দাবিকে খতিয়ে দেখছে।
বিশাল এক পিরামিড যেটা কিনা গোলাপফুল দিয়ে তৈরি। এটা সোজা কথা নয়। যদি গিনেজ বুকে তা স্থান পায়, তবে ইকুয়েডরের গোলাপের প্রতি মানুষের আগ্রহ তৈরি হবে। কোন রঙের গোলাপ নেই এতে। লাল, সাদা, গোলাপী- সব বর্ণের গোলাপ দিয়ে বানানো পিরামিডটি আপনাকে কোনো রূপকথার রাজ্যে নিয়ে গেছে বলে মনে হবে।
ইকুয়েডরে গোলাপ সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয়, সেখানে গোলাপ কৃষকদের আয়ের অন্যতম উৎস। সরকার আশা করছে, এই উদ্যোগ তাদের গোলাপ বাণিজ্য এগিয়ে নিতে সহায়তা করবে।