উত্তেজনা বাড়িয়ে নতুন ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনলো ইরান!
কলকাতা টাইমসঃ
এবার আকাশ থেকে আকাশে নিক্ষেপ যোগ্য মধ্যপাল্লার ‘ফাকুর’ ক্ষেপণাস্ত্র আসরে আনলো ইরান। সোমবার এই ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনার সময় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেন, প্রথমবারের মতো ইরানে এই ক্ষেপণাস্ত্র নির্মাণ করা হয়েছে। উন্নত কারিগরি প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র শিল্পকে টার্গেট করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানে ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে আমরা এমন এক পরিবেশে বসবাস করছি যেখানে নির্লজ্জ্ব শত্রুর মাধ্যমে ঘেরাও হয়ে আছি। আমরা আমেরিকার শাসক ও তাদের মিত্রদের মোকাবেলা করছি যারা শক্তির ভাষা ছাড়া অন্য কিছু বোঝে না।