মাকড়সা ঘরের আশেপাশেও ঘেঁষবে না, যদি করেন এটি স্প্রে
ঘর পরিষ্কার ঝকঝকে কে না দেখতে পছন্দ করে। কিন্তু পরিষ্কার করা সত্ত্বেও দুদিন অন্তর ঘরের আনাচে কানাছে ঝুলছে মাকড়সার জাল! দেখেই মাথা গরম। মাকড়সার উৎপাতে আপনি বিরক্ত। আজ আপনাকে বলছি এমন উপায়, যার জন্য মাকড়সা আপনার ঘরের ধারে কাছেও ঘেঁষবে না।
জেনে নিন মাকড়সার উৎপাত থেকে বাঁচতে কি করবেন-
প্রথমে ১ কাপ সাদা ভিনেগার আর ১ কাপ জল ভাল করে মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণ জল ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। বিশেষ করে সেই সব কোনায় স্প্রে করুন যেখানে মাকড়সা বেশি দেখা যায়।
ভিনেগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক এসিড যার গন্ধ পেলেই মাকড়সা আর আপনার ঘরের আশেপাশেও ঘেঁষবে না।