প্রেমিক-প্রেমিকা তো রয়েছেই, বন্ধুর সঙ্গেও শারীরিক সম্পর্কটাও বেশ উপভোগ করেন জার্মানরা!
কলকাতা টাইমসঃ
জার্মানদের বন্ধুত্ব নিয়ে গবেষণা করেছে ইউগভ নামের একটি সংস্থা। গবেষণায় তারা দেখতে পেয়েছেন, তিনজনের মধ্যে একজন জার্মান যুবক যুবতী বন্ধুত্বের মধ্যে বাড়তি কিছু খোঁজেন। আগামী ৩০ জুলাই বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে সেই গবেষণার ফলাফল প্রকাশ করেছে সংস্থাটি।
সমীক্ষার ফলাফলে দেখা গেছে, ৭৩ শতাংশ জার্মান ইতিবাচক উত্তর দিয়েছেন। দুই হাজার ৪৫ জনের ওপর গবেষণাটি চালানো হয়। তাদের অর্ধেকই মনে করেন, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরও সেই ছেলে-মেয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে। তিনজনের মধ্যে দু’জনই মনে করেন, প্রথম দেখায় প্রেম হয়ে যেতে পারে। যাদের সঙ্গী কিংবা সঙ্গিনী রয়েছে, তাদেরও এক-তৃতীয়াংশ অন্তত একবার অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন বলে স্বীকার করেছেন।
প্রতি তিনজনের একজন মনে করেন, বন্ধুত্বের পাশাপাশি বাড়তি কিছু সুবিধা পাওয়া গেলে তাতে কোনো ক্ষতি নেই। এক্ষেত্রে তারা বন্ধুদের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়টি বোঝাতে চেয়েছেন। এমনকি যৌন সম্পর্ক হলেই যে প্রেম হয়ে যাবে সেটা তারা বোঝাননি। বরং যৌন সম্পর্ক স্থাপনের পরও আগের মতোই বন্ধুত্ব থাকে বলেও মত দেন তারা।