November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

উদ্ধার হওয়া টিপু’র রকেট পাল্টে দিতে পারতো আজকের ইতিহাস

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

প্রায় ২০০ বছর আগে ব্রিটিশরা এ উপমহাদেশে আগ্রাসন চালানোর সময় যাদের কাছ থেকে সবচেয়ে বেশি বাধার মুখোমুখি হয়েছিল, তাদের মধ্যে টিপু সুলতান অন্যতম। তার ভাণ্ডারে রকেটসহ উন্নতমানের নানা অস্ত্রও ছিল। এসব যুদ্ধাস্ত্র সঠিকভাবে ব্যবহার করতে পারলে এ উপমহাদেশের ইতিহাস ভিন্নভাবে লিখতে হতো। তবে নানামুখী চক্রান্তের কারণে রকেটগুলো ব্যবহার করা সম্ভব হয়নি সে সময়। তেমনই কিছু রকেট উদ্ধার হয়েছে ভারতের কর্নাটকের শিমোগা জেলায়।

ইতিহাসবিদদের মতে এই  দেশীয় রকেটগুলি পটাসিয়াম নাইট্রেট, চারকোল, এবং ম্যাগনেসিয়াম পাউডার ভোরে তৈরী হয়। জানা গেছে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে যে সময় যুদ্ধ বাধে ঠিক সেই সময়ই নেপোলিয়ান ব্রিটিশ কনজার্ভ রকেট ব্যবহার করতেন যুদ্ধে। সেই রকেটের প্রোটোটাইম রকেট ‘মাইসুরিয়ান রকেট’ নাম এই ধরণের রকেট তৈরী করান টিপু।

ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা টিপু সুলতান পরিত্যক্ত একটি কূপে হাজারের বেশি ছোট ছোট রকেটের মজুদ করে রেখেছিলেন। সেগুলোই এখন খনন করে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

পরিত্যক্ত কুয়োতে প্রায় ২০০ বছর পরে উদ্ধার হতেই জানা গেলো টিপু সুলতানের আধুনিক যুদ্ধ কৌশলের ইতিহাস। টিপু সুলতানের ব্রিটিশদের বিরুদ্ধে তৈরী করেছিলেন এই স্বদেশী রকেটগুলি ।

যেখান থেকে এ রকেটগুলো উদ্ধার করা হয়েছে, সেখানকার মাটি থেকে বারুদের গন্ধ বের হচ্ছিল। এরপর সেখানে খননকাজ শুরু করা হয়। ১৫ সদস্যের একটি দল তিন দিন খনন কাজ চালানোর পর রকেটগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, উদ্ধারকৃত রকেটগুলো ১২-১৪ ইঞ্চি লম্বা। ফরাসিদের সহায়তায় এগুলো নির্মিত হয়েছিল বলে জানা গেছে। এগুলো প্রদর্শনের জন্য শিমোগার একটি জাদুঘরে রাখা হবে।

Related Posts

Leave a Reply