‘একজন সুযোগ্য পুতুল পেয়েছে পাকিস্তান সেনাবাহিনী’ -রেহাম খান
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান। সরকার গড়ার চেষ্টায় ১১৬ আসন পাওয়া তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এখন ছোট দলগুলোর সঙ্গে দর কষাকষি চালাচ্ছে। যে ১৩ জন নির্দল প্রার্থী জিতেছেন তাঁদের সঙ্গেও কথা চলছে।নির্দল ও ছোট দলগুলোকে নিয়েও ম্যাজিক ফিগার হচ্ছে না বলে কিছুটা হলেও চাপে আছে পিটিআই। আর এরই মধ্যে ইমরানের বিরুদ্ধে বিষোদ্গার করলেন তাঁর প্রাক্তন দ্বিতীয় স্ত্রী সাংবাদিক রেহাম খান। তিনি বলেছেন, ইমরান আসলে পাকিস্তান সেনাবাহিনীর যোগ্য পুতুল। সেনাবাহিনী একজন সুযোগ্য পুতুল খুঁজছিল। ইমরান পুরোপুরিভাবে সেনার সেই ইচ্ছা পূরণ করেছেন।
রেহামের কটাক্ষ, রাজনীতির অনেক জটিল বিষয় সম্পর্কে ইমরানের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। তাই সেনাবাহিনী যেভাবে বলবে, পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খান সেভাবেই চলবেন। ভারতকে নিয়ে তাঁর পররাষ্ট্রনীতি বা চীনের সঙ্গে যৌথ অর্থনৈতিক করিডর নিয়ে নওয়াজ শরিফ যখনই নিজে সিদ্ধান্ত নিতে শুরু করছিলেন, তখনই পাকিস্তানি সেনারা তাঁকে সরিয়ে দেয়। ইমরানকে ইসলামাবাদের মসনদে বসানোর পরিকল্পনা গত প্রায় তিন বছর ধরে করছিল পাকিস্তানের সেনাবাহিনী। নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে হলে এত ভোটে জিততে পারতেন না ইমরান।