আর মাত্র ৩ মাস, ক্ষমতাচ্যুত হবেন ট্রাম্প?
কলকাতা টাইমসঃ
মার্কিন যুক্তরাষ্ট্রে আর ১০০ দিন পরই অন্তর্বর্তী নির্বাচন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দু’বছর কেমন কাজ করলেন, কতটা সুখে রাখলেন মার্কিন জনগণকে এই সমস্ত বিষয়েই তিনি জনগণের মুখোমুখি হতে চলেছেন।
ধারণা করা হচ্ছে, এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে ডেমোক্রেটরা। মার্কিন সিনেটের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্রেটদের দরকার হবে ২৩টি আসন। আর সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন হবে মাত্র দুটি আসন। এদিকে ট্রাম্পের সমর্থনে দ্বিধা বিভক্ত রিপাবলিকান সিনেটররা; যা ট্রাম্পের জন্য দুঃসংবাদ। অনেকে ট্রাম্পের পক্ষে থাকলেও কেউ কেউ আবার ট্রাম্পের বিপক্ষে অবস্থান করছেন।