ইরানের সঙ্গে বৈঠকে রাজি নমনীয় ট্রাম্প!
কলকাতা টাইমসঃ
ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-আমেরিকার সম্পর্ক। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিছুটা নমনীয় মনোভাব প্রকাশ পেল। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে যে কোনো সময় সাক্ষাতের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি যে কারো সাথেই সাক্ষাৎ করতে রাজি। আমি বৈঠকে বিশ্বাস করি।’ তবে কোনো শর্ত দিয়ে এই সাক্ষাৎ হবে না বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি আমেরিকা ও ইরানের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে।
গত মে মাসে মিত্র দেশ ইংল্যান্ড, ফ্রান্স সহ জার্মানি, রাশিয়া ও চীনের আপত্তি সত্ত্বেও ইরানের পরমাণু চুক্তি থেকে বের হয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের ওপর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি স্বরূপ সেদেশের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। কয়েক দিনের মধ্যেই তা কার্যকর হওয়ার কথা রয়েছে।