তালিবানদের সঙ্গে গোপন বৈঠক করলো আমেরিকা !
উল্লেখ্য, তালিবানরা অনেক আগে থেকেই দাবি করছে, তারা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইচ্ছুক। তালিবানের সেই ইচ্ছাই পূরণ হলো এই গোপন বৈঠকের ফলে। অন্যদিকে তালিবানদের ব্যাপারে ওয়াশিংটনের নীতির যে পরিবর্তন হচ্ছে এই বৈঠক সেটাই প্রমাণ করলো।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই বৈঠকের ব্যাপারে প্রথম খবর প্রকাশ করে। তালিবানের দুজন সিনিয়র নেতা কাবুলে সংবাদ মাধ্যমকে ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তালিবানের ওই নেতা জানিয়েছেন, তাদের রাজনৈতিক শাখার প্রধান আব্বাস স্তানিকজাইয়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল দোহায় ওই বৈঠকে অংশ নিয়েছে। যদিও বৈঠকে আলোচিত বিষয় সম্পর্কে কিছুই জানান নি তিনি।